
কোথাও কেউ নাই
--জামাল হোসেন--
নগর জনপদ রাজপথে প্রয়াণ মিছিল
মৃত্যুর মিছিলে অগণন অগ্রজ
ধীরলয়ে হেঁটে হেঁটে আমিও
মিছিলে শামিল হলাম
কফিনে শুয়ে দু’হাত বাড়াই
একজন স্বজনের শেষ স্পর্শের প্রত্যাশায়
কিন্তু আজ কোথাও কেউ নাই
উর্ধ্বাকাশে তাকাই-
অনন্ত নীলের কর্ষিত জমিনে
সাদা মেঘেরা হাত ধরে খেলা করে
উত্তরে তাকাই-
নিঃসীম দিগন্ত ধরে হিমালয় থেকে হেঁটে আসে
অম্বুদ অনিলে ভেজা অচেনা সুখ
দক্ষিণে তাকাই-
বুনো মেঘ দলবেঁধে রোদের পিঠে চড়ে নামে
বিস্তৃত ফসলের হলুদ উঠোনে
পশ্চিমে তাকাই-
গোধূলির রক্তিম গ্রাসে একটি লাল সূর্য
তপ্ত অশ্রু করতলে মুছে নীরবে নিঃশেষ হয়ে যায়
পূর্বে তাকাই-
ঈষৎ অবনত প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে
কতিপয় অচেনা মানুষ
একজনও স্বজনের মুখ পাই না খুঁজে
আমার শেষ বিদায়ের কালে আজ
তাঁরা কেউ পাশে নাই
দুবাই/ ১০ জানুয়ারি ২০২৪
স্কেচঃ জামাল হোসেন