
আমরা নারী
--মিফাতুল নূর--
==================✍️
আমরা নারী,আমরাও পারি
সময়টা আজ আমার!
হিমালয়ের চূড়াই, দিগন্তবৃত্ত
নারীরা সর্বএ।
নারী পত্নী, নারী ভগ্নি, নারী মা মমতার
নারী কন্যা আদরে বন্যায়!
নারী সীমাহীন ভালবাসায়,
নারী সুখে-দুঃখে পাশে থাকায়
নারী চরম তীব্রতায়, কষ্টের সৌখতায়
রাতের মৌনতায়, স্পর্শের আলতো ছুঁয়ে যাওয়ায়!
নারী, কি আর বলবো কথা তারই?
সে তো মন্ত্রীসভা, সূর্যের রক্তি আভা
সে তো শূন্যে উড়া,জলে ভাসা
দূর্দান্ত দাপটে,,,,,,!
নারী হরিনী,নারী বিহারিণী
নারী হাসি উল্লাস, নারী স্রষ্টি জগতের
উজ্জলতার বহিঃপ্রকাশ!
নারী, আমরা দৃষ্টান্ত তারই
প্রকৃতির ছন্দ,নির্মলতার আনন্দ
বৃষ্টি-বাতাস দূর নীলকাশ!
আমরা নারী
আমরাও পারি
বদলাতে পৃথিবী,গড়তে নিজের মুক্ত আকাশ!