
বিনোদন প্রতিনিধি: আমার কখনো কোনো কনফ্লিক্ট ভালো লাগে না। অভিমান জীবন থেকে অনেক সুন্দর সময় কেড়ে নেয় নতুবা অনেক সুন্দর কোনো সম্পর্ক। জীবনটাকে সব সময় সহনশীল মাত্রায় রাখতে হয়। ধৈর্য্য এবং সহনশীল মনোভাব প্রতিকূল পরিস্থিতিকেও হারিয়ে দিতে পারে। তবে নিজের ভালো থাকার অপশন কখনো অপর কারোর ওপর রাখতে হয় না। মানুষের মস্তিষ্ক সব সময় নিজের দেয়া কমান্ড অনুসরণ করে চলে। তাই নিজেকে ফিক্সড করা গুরুত্বপূর্ণ।
অপর কোনো মানুষের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না এবং তা করার চেষ্টা করাও ভুল। প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব সহজ হলে পথচলা মসৃণ ও সহজ হয়ে ওঠে। জীবনে সকল পরিস্থিতি সহজভাবে গ্রহণ করতে পারাটাই ম্যাচুইরিটি। ভালো মন্দ সবকিছুকেই সহজভাবে বরন করে নিতে জানতে হয় এবং মানসিক প্রস্তুতি রাখতে হয়। মানুষের সীমাবদ্ধতা আছে তাই প্রতিটি মানুষের সঙ্গে ছোট্ট করে হলেও একটা স্পেস রাখতে হয়।
এই স্পেসটাই সবকিছু স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং আক্ষেপ থেকে রক্ষা করে। সবাই সব সময় তার চাওয়ার মধ্যে বেস্টটুকুই অন্যের কাছে প্রত্যাশা করে। তাই নিজেকে এতোটা ও সহজ রাখা ঠিক নয় যাতে করে মানুষ সহজলভ্য ভেবে অবহেলা করার সুযোগ পায়। মানুষের কৃতকর্মই তার ফলাফল বয়ে নিয়ে আসে ভালো মন্দের বৈচিত্র্যময় রূপে। তাই আবেগ এবং বুদ্ধিমত্তার পরিমিত কম্বিনেশনই মানুষকে অনন্য ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। নির্ভরযোগ্যতা এবং বিশ্বস্ততা হলো অর্জনের বিষয় যা এমনি এমনি হয়ে ওঠে না।
আগুনে না পুড়ে কখনো সোনা খাঁটি হয় না। ঠিক তেমনি জীবনের প্রতিকূল পরিস্থিতি আসে আসল নকলের মুখোশ টেনে খুলে দিতে। চব্বিশ ঘণ্টা টাচে থাকলেই কেউ খুব আপন হয়ে যায় না বরং যাদের পেলে এক মুহূর্তে চব্বিশ ঘন্টার অভাব দূর হয়ে যায় তারাই হলো কাছের মানুষ।
জীবনে চলার পথে অনেক কৌতুহলী মানুষদেরও নিজের সম্পর্কে একটা কথা বলতে ভালো লাগে না কিন্তু কিছু মানুষদের নাগাল পেলে মন খুলে কথা বলতে ভালো লাগে, ভারাক্রান্ত মন হালকা অনুভূত হয় তারাই হলো প্রকৃত বন্ধু ও আপনজন। সব লেনাদেনা ও স্বার্থের উর্ধ্বে থাকে এ সম্পর্কগুলো।
Leave a Reply