নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুল ইসলাম নয়ন আগামি ২৪ই ফেব্রুয়ারি (সোমবার) ১৩দিনের সফরে চীন যাচ্ছেন, চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রনে হচ্ছে এই সফর বলে জানাযায়।
সফরে থাকছে চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে। সফরের মূল লক্ষ্য হলো চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।
আগামি ৬ই মার্চ সফর শেষে দেশে ফিরবেন নূরুল ইসলাম নয়ন।
নূরুল ইসলাম নয়নের এই সফরের সাফলতা কামনা করেন ভোলা জেলা যুবদল ও চরফ্যাশন-মনপুরা উপজেলা যুবদল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।