
ভাবীর মাথা ও কলিজা
--কামরুল আলম কিরন--
---------------------------------------------
কী আশ্চর্য!এইটা নাকি
ভাবীর মাথা কলিজা,
সবকিছু কি হচ্ছে সঠিক?
লিখি করি বলি যা।
কোরবানি দেই গরু ছাগল
রাখছি ভরে ফ্রিজে,
বলতে পারি এইযে আমি
কত সময় ক্রিজে?
যখন তখন পরতে পারে
উইকেট আমার অকালে,
রাতে ঘুমাই বলতে পারি
উঠবো কি ফের সকালে?
বলতে পারি এই দুনিয়ায়
কীসের এতো অহংকার,
আজকে মরলে কালকে দুদিন
কেউ মনে রাখে না আর।
সুযোগ পেলে দেখাই সবাই
পদ পদবী ক্ষমতা,
দেখছি ভয়ে কাঁপছে সবাই
ভয় কি পাবে যমও তা?