
এম.ইউ.মাহিমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতিককে বিজয়ের লক্ষ্যে প্রচারণা সভা,জনসংযোগ করেছে লালমোহন পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।রবিবার (৯ অক্টোবর) লালমোহন পৌরসভার তিন নং ওয়ার্ডে ভোলা-৩ আসনের বিএনপির দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে পৌর বিএনপির নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নেন।
বিএনপি নেতা-কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে সাধারন মানুষের সঙ্গে কুশল বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট এবং এলাকার উন্নয়ন ও জনসেবা করতে ধানের শীষ প্রতিকের প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে বিজয়ী করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহিন পাটোয়ারী। পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নিরব হাওলাদার। বিএনপি নেতা বাহালুল কবির শাকিল পাটোয়ারী,পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ,পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল হাসান মনির, পৌর মৎসজীবি দলের সাধারণ সম্পাদক ফোরকান সহ ওয়ার্ড বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply