
কঠিন সহজ
–শারমিন ফেরদৌস–
সত্য কঠিন
জীবন কঠিন
অংক কঠিন
কঠিন রসায়ন
ইতিহাসের সাল কঠিন
বিসিএসে উত্তীর্ণ হওয়া কঠিন
কঠিন এ ভুবন
তাহার চেয়ে ভীষণ কঠিন
তোমার সর্বজনীন মন।
মিথ্যা সহজ
মৃত্যু সহজ
সহজ ছলনা
আমি সহজ
আমার কষ্ট সহজ
এই ভুবনে
আমিই একা ভুলের সহজ তুলনা।
এমন বিরল আমি কোথাও খুঁজে পাবে না
অনেক কঠিনের ভিড়ে আমি
স্থিতিশীল বিরল মনের সহজ ললনা।
Leave a Reply