শিরোনাম
মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মতবিনিম পল্লী কৃষি উন্নয়ন বাংলাদেশ ( RFDBL) নিয়োগ বিজ্ঞপ্তি যশোরে নতুন যোগদান কৃত জেলা প্রশাসকের অভয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় মনিরামপুরে মৃত্যুর প্রায় আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন ছেলের বিরুদ্ধে পিতাকে হত্যার অভিযোগ, নেপথ্যে জমি নিয়ে বিরোধ ভোলা মুজিবনগর কৃষকের পাঁকা ধান কেটে নিলেন দুই প্রভাবশালী অভয়নগরে বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত খুলনায় পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসির বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মনিরামপুরে বিএনপির দীর্ঘ প্রতীক্ষার অবসান : মনোনয়ন পেলেন শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন খালেদাজিয়াকে নিয়ে প্রিসিলার “ভালো খবর”

খুলনায় পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসির বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার

সুমন হোসেন, খুলনা থেকে ফিরে:

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান জীবন বীমা। তারমধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি।
খুলনায় পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি’র বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শীববাড়ি এলাকায় পপুলার লাইফ ইনসুরেন্সের নিজস্ব ভবনের ৭ম তলায় খুলনা অঞ্চলের সকল কর্মী ও অফিসের কর্মরত কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আল আমীন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, ইসলামী ডি পি এস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার, একক বীমা প্রকল্পের ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব, পপুলার লাইফ ইনসুরেন্সের জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান সহ প্রমূখ।
সভা শেষে পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি এর গ্রাহকদের মাঝে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় পপুলার লাইফ ইনসুরেন্সের সকল কর্মী ও কর্মকর্তাদের সাথে ডিসেম্বর ক্লোজিং বিষয়ে পর্যালোচনা মিটিং করা হয়েছে।
সভায় বক্তরা বলেন, গ্রাহক সেবা শতভাগ সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষে সকলের নিকট থেকে কাজের সচ্ছতার সাথে কর্ম সম্পন্ন করতে কোম্পানি একটি আধুনিক এ্যাপস এর মাধ্যমে সব ধরনের লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে সাধারন গ্রাহক সকল কাঙ্খিত সেবা খুব সহজে তাদের দোর গোড়ায় পাবেন। কোম্পানির সব কর্মী ও সাধারন গ্রাহকের সকল প্রকার হয়রানি বন্ধ করে সচ্ছ উপায়ে নিয়মিত টাকা লেনদেন নিজেই দেখতে পাবেন। ফলে ওই গ্রাহকের প্রতিষ্ঠানের প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পাবে। নতুন গ্রাহক তৈরী করে প্রতিষ্ঠানকে সহযোগিতা করার প্রতি আহব্বান করেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলেন অতিথি বৃন্দরা। প্রথম পর্ব শেষে দুপুরে নামাজের জন্য ও খাবারের বিরতী দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মেয়াদপূর্তির উপলক্ষে গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost