প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মতবিনিম

জি এম ফিরোজ উদ্দিন,মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. শহীদ ইকবাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-৫ মনিরামপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন।
প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচলনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, এ্যাড. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, প্রেসক্লাবের দাতা সদস্য মালয়েশিয়া প্রবাসী আলী হোসেন, এপিপি শামছুজ্জামান দিপু প্রমুখ। মতবিনিময় শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আজম
Copyright © 2025 Pratidin Bangladesh. All rights reserved.