
“আঁকাশ ছোঁয়া পাহাড়”
–শাম্মি–
*************
আঁকাশ ছোঁয়া পাহাড়
কি কথা তোমার ঝর্ণার সাথে চলে!?
কলকল ছলছলে — কি বলে পাঠাও?
ঝর্ণার জল কোন কোন কথা সাগরের কাছে বলে?
সেকথা শুনে উত্তাল হয়, সাগরে প্রবল ঢেউ,
কি কথা শোনালো ঝর্ণার জল, জানতে পারেনি কেউ।
যুগান্তরের পরিক্রমায় পাহাড়ে সাগরে চলছে প্রনয় ;
কেউ না জানুক বিশাল আকাশ সাক্ষী অবিচল ।
তাইতো ঝর্ণা ডাকপিয়নটা ছুটছে অনর্গল ;
সাগরের কাছে যেতেই,- প্রশ্ন আসে,
পাহাড় তোকে কি বলেছে শিগগিরই তুই বল,
এমনি করেই তাদের মনে যখন উজান ডাকে,
ডাকপিয়নটা বোবা সেজে কথা লুকিয়ে রাখে,
জলোচ্ছাসে ভাসায় দুকুল, সাগর তখন ভয়ালে!
তবে কি আজ পাহাড়ের ধ্যান বাজছে ভিন্ন খেয়ালে?
এদিকে পাহাড় অধীর হয়ে প্রহর মাপে ক্ষনে ক্ষনে
ফিরবে কখন ঝর্ণা, অগ্নিগিরি প্রলয় ডাকে মনে,
এমন করেই প্রেম বিরহে মহাকালের সাক্ষী হয়ে
সাগর লায়লা, পাহাড় মজনু ঝর্ণার রিন চলছে বয়ে
কেউ জানেনা আকাশ জানে তাকিয়ে থাকে সাক্ষী হয়ে।
Leave a Reply