
“তাঁহার জন্মদিন”
-জামাল হোসেন-
আঁধারের হাত ধরে
প্রভাতের প্রথম আলোকরশ্মি যখন
তাঁহার চিবুক স্পর্শ করবে
আমি তখন নিদ্রামগ্ন ডালিম ফুলের শরীর থেকে
ফোটা ফোটা জোসনা চুষে খাব
তাঁহার আঁখি পল্লব ইষৎ আন্দোলিত হলে
রাতের তাবৎ ঐশ্বর্য জড় করে
আমি অনিরুদ্ধ শক্তিমত্তায়
তাঁহার আশ্চর্য কোমল পদপ্রান্তে
সুবর্ণ প্রভার অঞ্জলি ঢেলে দেব।
তাঁহার হাসির রৌপ্যবলয় যখন
রাতের বুহ্য ভেদ করে দিগন্তে পরিব্যাপ্ত হবে
তখন আমি কাননে প্রস্ফুটিত পুস্পগুচ্ছে
মধুকর হয়ে ফুলে ফুলে ছুটবো
সেই অনন্য প্রভাতের মধুময় কণ্ঠহার
আজ আমি তাঁহার গলায় পরিয়ে দিলাম।
Leave a Reply